ন্যাভিগেশন মেনু

সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দিয়েছে এনবিআর


‘মুজিব বর্ষের অঙ্গীকার, ইএফডি’তে এনবিআর’ স্লোগানকে সামনে রেখে  সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় এনবিআরের সম্মেলন কক্ষে জাতীয় পর্যায়ে সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দেওয়া হয়।

ভ্যাট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনীম সব প্রতিষ্ঠানকে ঠিকমতো ভ্যাট পরিশোধের আহ্বান জানান।

এবার জাতীয় পর্যায়ে ৯টি ও জেলা পর্যায়ে ১৩১ টি প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেয়া হয়েছে।

এর আগে বুধবার (৯ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে সেরা ভ্যাটদাতাদের নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এবার পুরস্কার পাওয়ার তালিকায় উৎপাদন খাতে আছে পপুলার ফার্মাসিউটিক্যালস লি., বার্জার পেইন্টস ও ফেয়ার ইলেকট্রনিকস। ব্যবসায় শ্রেণিতে আছে হ্যামকো করপোরেশন, সিমেন্স ও ইউনিমার্ট। আর সেবা শ্রেণিতে তিন সেরা ভ্যাটদাতা হলো সামিট কমিউনিকেশনস, কাতার এয়ারওয়েজ ও চিটাগং ওয়্যারহাউজেস।

এছাড়া, জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়ের ১৩১টি প্রতিষ্ঠানকেও একইভাবে তিন শ্রেণিতে সম্মাননা দেওয়া হচ্ছে।

জেলাপর্যায়ে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো - ঢাকা জেলার ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস, সিমেন্স হেলথ কেয়ার, থাই এয়ারওয়েজ; গাজীপুরের ড্রাগ ইন্টারন্যাশনাল, নিলয় মটরস, হাতিল কমপ্লেক্স।

মুন্সীগঞ্জের এসকোয়ার হেভি ইন্ডাস্ট্রিজ; নারায়ণগঞ্জের বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স; নরসিংদীর আরএফএল ইলেকট্রনিকস; মানিকগঞ্জের আকিজ স্টিল মিলস ও পদ্মা রিভারভিউ।

পাবনায় স্কয়ার টয়লেট্রিজ; চট্টগ্রামের এক্সক্লুসিভ ক্যান, চৌধুরী টি ওয়্যারহাউজ; সিলেটের গ্রিনলাইন পরিবহন। কুমিল্লায় লুবনান ট্রেড কনসোর্টিয়াম ও বনফুল অ্যান্ড কোং।

ব্রাহ্মণবাড়িয়ায় হোটেল উজানভাটি অ্যান্ড রিসোর্ট; বরিশালের অলিম্পিক সিমেন্ট; রংপুরের রিচম্যান ও লুবনান; ময়মনসিংহের মুক্তাগাছার মেসার্স গোপাল পালের প্রসিদ্ধ মণ্ডার দোকান; টাঙ্গাইলের গোপাল মিষ্টান্ন ভাণ্ডার।

বগুড়ার এ বি সিরামিকস; নাটোরের বিসমিল্লাহ মটরস; রাজশাহীর সপুরা সিল্ক ইন্ডাস্ট্রিজ; মৌলভীবাজারের গ্রিন লিফ ইনোভেশন এবং ফেনীর মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ।

জনগণকে ভ্যাট দিতে উৎসাহিত করতে ২০১০ সালে প্রথম ভ্যাট দিবস পালনের সিদ্ধান্ত নেয় সরকার। ওই সময় থেকেই প্রতি বছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস পালন করে আসছে এনবিআর।

এস এ/এডিবি