ন্যাভিগেশন মেনু

রমজানে বাজার সহনীয় রাখতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী


রমজানে নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারে ভোক্তার যে একটি অধিকার আছে তা জনগণকে বোঝানোর চেষ্টা চলছে, চূড়ান্তভাবে জনগণই ভোক্তা। ভোক্তারা যেন ভালো থাকেন, ন্যায্য মূল্যে যেন তারা পণ্য কিনতে পারেন তা নিশ্চিত করতেই ২০০৯ সালে একটি আইন করা হয়। সেই আইনের আলোকেই নিরলস কাজ করে চলছে সরকার।’

তিনি বলেন, ‘একদিকে ভোক্তার অধিকার বোঝানোর চেষ্টা চলছে তেমনি তারা যেন প্রতারণার শিকার না হন তা নিশ্চিত করা হচ্ছে। সীমিত জনবল নিয়ে অধিদপ্তরটি যেভাবে কাজ করে চলছে তা প্রসংশার দাবিদার বলেও মন্তব্য করেন তিনি।’

এমআইআর/ওআ