ন্যাভিগেশন মেনু

রশীদ হায়দারের প্রয়াণে বাংলা একাডেমির শোক


বিশিষ্ট কথাসাহিত্যিক, মুক্তিযুদ্ধ গবেষক, বাংলা একাডেমির ফেলো ও সাবেক পরিচালক রশীদ হায়দারের প্রয়াণে  বাংলা একাডেমি গভীর শোক প্রকাশ করছে ।

মঙ্গলবার ( ১৩ অক্টোবর ) বাংলা একাডেমি এক শোক বার্তায় তার ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। 

এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বাংলা একাডেমির পক্ষ থেকে তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, কথাসাহিত্যিক রশীদ হায়দার তার গল্প, উপন্যাস, বিষয়বৈচিত্র্য, ভাষাশৈলী এবং উপস্থাপনের বৈশিষ্ট্যে অনন্য এবং স্বাতন্ত্র্যমণ্ডিত। তার অসাধারণ কীর্তি হলো বাংলা একাডেমি প্রকাশিত ১৩খণ্ডে মুক্তিযুদ্ধের স্বজনহারাদের স্মৃতিচারণ স্মৃতি ১৯৭১, শহিদ বুদ্ধিজীবী কোষগ্রন্থ, শহিদ বুদ্ধিজীবী স্মারকগ্রন্থ সম্পাদনা।

বাংলা একাডেমিতে দীর্ঘদিনের পেশাজীবনে তিনি সাহিত্যপত্র উত্তরাধিকার সম্পাদনায় বিশেষ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এবং নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক হিসেবেও তিনি সাফল্যের পরিচয় দিয়েছেন।

এস এ /এডিবি