ন্যাভিগেশন মেনু

রাঙামাটিতে আবাদি জমি থেকে তিন হাজার গাঁজা গাছ জব্দ


পার্বত্য রাঙামাটির কাউখালী থানার বর্মাছড়ি মুখপাড়া এলাকায় আবাদি জমি থেকে আনুমানিক ৩ হাজারের অধিক গাঁজা গাছ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে গাঁজা গাছ জব্দ-সহ ডালিম চাকমা (৪০) নামে একজনকে আটক করেন।

ডালিম চাকমা পার্বত্য রাঙামাটি জেলার কাউখালী থানাধীন ফটিকছড়ি ইউপির বর্মাছড়ি মুখপাড়া এলাকার ফটিকছড়ির স্থানীয় বাসিন্দা।

সংস্থাটির মিডিয়া উইং কর্তৃপক্ষ জানিয়েছে, র‌্যাব-৭ চট্টগ্রাম কর্তৃপক্ষ পার্বত্য রাঙামাটির জেলার কাউখালী থানাধীন বর্মাছড়ি মুখপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি আবাদি জমিতে গাঁজা গাছ চাষাবাদ করছে এমন গোপন সংবাদের অভিযান চালায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করায় তার দেখানো নিজের চাষকৃত ৩টি আবাদি জমিতে (আনুমানিক ১ বিঘা) গাঁজার চাষ পাওয়া যায়। পরবর্তীতে ক্ষেত থেকে আনুমানিক ৩ হাজারের মতো গাঁজার গাছ জব্দ করা হয়।

র‌্যাবের মিডিয়া উইং কর্তৃপক্ষ আরও জানান, জব্দকৃত গাঁজা গাছ হতে কিছু আলামত রেখে অবশিষ্ট গাঁজা গাছ ধ্বংস করা হয়। আটককৃত আসামিকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ওয়াই এ/এডিবি