ন্যাভিগেশন মেনু

রাঙামাটিতে বিমানবাহিনীর হেলিকপ্টার জরুরি অবতরণ


বাংলাদেশ সেনাবাহিনীর জরুরী রশদ নিয়ে রাঙ্গামাটি জেলার কাপ্তাই থেকে বলিপাড়ায় যাওয়ার পথে রাজেস্থালী ক্যাম্পের বলিপাড়া হেলিপ্যাড হতে ২০০ গজ অদুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টার জরুরী অবতরণ করেছে।

রবিবার (১২এপ্রিল) বেলা ১১টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে।

পাইলটদের দক্ষতায় জনাকীর্ণ এলাকা পরিহার করে জনসাধারণের কোন ক্ষয়ক্ষতি ছাড়াই হেলিকপ্টারটি জরুরী অবতরণ করতে সক্ষম হয় বলে জানায় আইএসপিআর।

হেলিকপ্টারের ২ জন পাইলট স্কোয়াড্রন লিডার আদনান এবং ফ্লাইট লেফটেন্যান্ট শাহেদসহ সকল ক্রু অক্ষত ও নিরাপদে আছেন। 

এডিবি/