বাংলাদেশ সেনাবাহিনীর জরুরী রশদ নিয়ে রাঙ্গামাটি জেলার কাপ্তাই থেকে বলিপাড়ায় যাওয়ার পথে রাজেস্থালী ক্যাম্পের বলিপাড়া হেলিপ্যাড হতে ২০০ গজ অদুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টার জরুরী অবতরণ করেছে।
রবিবার (১২এপ্রিল) বেলা ১১টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে।
পাইলটদের দক্ষতায় জনাকীর্ণ এলাকা পরিহার করে জনসাধারণের কোন ক্ষয়ক্ষতি ছাড়াই হেলিকপ্টারটি জরুরী অবতরণ করতে সক্ষম হয় বলে জানায় আইএসপিআর।
হেলিকপ্টারের ২ জন পাইলট স্কোয়াড্রন লিডার আদনান এবং ফ্লাইট লেফটেন্যান্ট শাহেদসহ সকল ক্রু অক্ষত ও নিরাপদে আছেন।
এডিবি/