ন্যাভিগেশন মেনু

রাজধানীতে টানা তৃতীয় দিনের মতো বৃষ্টি, দুর্ভোগে সাধারণ মানুষ


রাজধানীজুড়ে টানা তৃতীয় দিনের মতো বৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (২২ জুলাই) সকাল থেকেই অবিরাম বৃষ্টির কারণে আগের দুই দিনের মতো আজও রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে অফিসগামীদের।

এরআগে গত দুইদিন সোমবার ও মঙ্গলবার (২১ জুলাই) বৃষ্টির কারণে রাজধানীর প্রায় সব এলাকাতেই দেখা যায় জলাবদ্ধতা। অলিগলি পেরিয়ে তলিয়ে যায় প্রধান সড়কও। অনেক স্থানে হাঁটু সমান পানি ডিঙিয়ে নগরবাসীকে যেতে হয় গন্তব্যে। পানি জমে যায় ঘরবাড়ি, অফিস-আদালত, দোকানপাটে। জলাবদ্ধতায় তিক্ত অভিজ্ঞতার কারণে নগরবাসীর দুর্ভোগ পরিণত হয় ক্ষোভে।

মঙ্গলবার (২১ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী তিনদিন প্রায় সারাদেশে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দেশের সকল সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ওআ/