ন্যাভিগেশন মেনু

রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮


রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ২২ হাজার ৩০০ পিস ইয়াবা, ৫৫ গ্রাম হেরোইন, ১৭ কেজি ৪৯৫ গ্রাম ২৮ পুরিয়া গাঁজা ও ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৩১টি মামলা দায়ের করা হয়েছে।’

ওয়াই এ/এডিবি



রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮

অনলাইন ডেস্ক

Currently 0/512345

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮

প্রতীকী ছবি


রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। উদ্ধার করা হয় মাদকদ্রব্য।


ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ২২ হাজার ৩০০ পিস ইয়াবা, ৫৫ গ্রাম হেরোইন, ১৭ কেজি ৪৯৫ গ্রাম ২৮ পুরিয়া গাঁজা ও ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক