ন্যাভিগেশন মেনু

রাজধানীতে তাপমাত্রা বৃদ্ধির শঙ্কা, হালকা বৃষ্টির সম্ভাবনা


টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে হাসফাস অবস্থা রাজধানীসহ সারাদেশের জনজীবন। ইতোমধ্যে কাটতে শুরু করেছে তাপপ্রবাহ। রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। ঢাকায় দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বাতাস থাকবে, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ওঠে যেতে পারে। এর সঙ্গে দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে।

বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি প্রায় না থাকায় গরম বাড়ার আশঙ্কা রয়েছে। 

এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, দিনভর সূর্য-মেঘের লুকোচুরি অব্যাহত থাকবে। সাথে থাকবে ভ্যাপসা গরম। ফলে দিনে তাপমাত্রা কমবে না, বরং বাড়তে পারে। তাপমাত্রা অনুভূত হবে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

এদিকে দুপুর পর্যন্ত দেশে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকায় নদীবন্দরে কোনো সতর্কবার্তা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ওয়াই এ/ এডিবি