ন্যাভিগেশন মেনু

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার


রাজধানীতে গোপন সংবাদের ভিত্তিতে মো. তাজুল ইসলাম (৪৩) নামে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা।

মঙ্গলবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন এটিইউর পুলিশ সুপার মো. আসলাম খান।

এর আগে (১৭ মে) সোমবার রাত ৯টায় মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দু'টি মোবাইল ফোন জব্দ করা হয়।

তাজুল ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জে।

পুলিশ সুপার আসলাম খান জানান, গত ২৭ জানুয়ারি অ্যান্টি টেররিজম ইউনিট অভিযান চালিয়ে চাঁদপুরের কচুয়া থানার মাসনিগাছা বাজার এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ৩১ জন সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামীদের কাছ থেকে তার সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে তাজুলকে গ্রেপ্তার করা হয়।

এস এ/এডিবি/