ন্যাভিগেশন মেনু

খাদ্যবান্ধব কর্মসূচির অবৈধ কার্ড বাতিলের নির্দেশ খাদ্যমন্ত্রীর


খাদ্যবান্ধব কর্মসূচির অবৈধ কার্ড বাতিলে শক্ত পদক্ষেপ গ্রহনের পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে তালিকা হাল নাগাদ করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সেই সঙ্গে সরকারি গুদামে মজুদ বাড়াতে ধান চাল ক্রয়ে গতি ত্বরান্বিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

রবিবার (১৭ মে) খাদ্যমন্ত্রী মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই নির্দেশনা প্রদান করেন।

সাধান চন্দ্র মজুমদার বলেন, কৃষক বোরো ধানে এবার বাম্পার ফলন ও ন্যায্য দাম পাচ্ছে। এই বাজার দর ধরে রাখতে সরকারি সংগ্রহের গতি বাড়াতে হবে। এছাড়া নির্দেশ মোতাবেক খাদ্যশস্যের মান যাচাই করে সংগ্রহ করতে হবে। ধান-চাল কেনায় কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে দ্রুত আইনী পদক্ষেপ নেয়ারও হুশিয়ারি দেন তিনি।

এডিবি/