ন্যাভিগেশন মেনু

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৫


রাজধানীর কারওয়ান বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কাঠপট্টি এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (২৬ জুন) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক।

তিনি বলেন, রাজধানীর কারওয়ান বাজার কাঠপট্টি এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করে র‌্যাব-২। এ অভিযানে ১১ জন নারী ও ১৪ জন পুরুষসহ মোট ২৫ জন মাদকব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পরিক যোগসাজশে রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিক্রি এবং সরবরাহ করে আসছিল।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এস এ/এডিবি/