ন্যাভিগেশন মেনু

রাজধানীতে মাস্ক পরা নিশ্চিতে অভিযান শুরু


করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে অভিযান শুরু করছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কারওয়ান বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত একটি অভিযান পরিচালনা করেন।

এ সময় বেশ কয়েকজনকে ১০০ টাকা করে জরিমানা করা হয়। অসচেতনতার কারণেই মাস্ক পরছে না বলে জানান তারা।

যে কোনও সেবা পেতে মাস্ক পরিধান বাধ্যতামূলক উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, করোনা নিয়ন্ত্রণে মাস্ক পরা নিশ্চিত করতে শিগগির আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জরিমানার পরিমাণ কয়েকগুণ বাড়ানো হবে। অভিযানকালে যাদের মাস্ক নেই তাদের মধ্যে মাস্ক বিতরণও করা হয়।

এস এ /এডিবি