রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া দুই জঙ্গিকে গ্রেপ্তারে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে দুই জেএমবি জঙ্গি ছিনতাই করে।
ছিনিয়ে নেয়া দুই আসামি হলেন মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।দুজনই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাদের ধরতে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ফয়সাল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু ছিদ্দিক সোহেল ও মঈনুল হাসান শামীম নামে দুই জঙ্গিকে অপহরণ করেছে জঙ্গিরা। দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা রেড অ্যালার্ট জারি করেছি। এই ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন চেকপোস্টে সন্দেহভাজনদের গাড়ি থামিয়ে তল্লাশি করতে বলা হয়েছে। এরই মধ্যে পলাতক দুই সন্ত্রাসীর ছবি পাঠানো হয়েছে সব থানায়।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ আদালত চত্বর থেকে আসামি ছিনতাইয়ের ঘটনাকে অপ্রত্যাশিত বলে অভিহিত করেছেন। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত হলে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের প্রধান ফটকের সামনে পুলিশকে স্প্রে করে মোটরসাইকেলযোগে দুই জঙ্গি ছিনিয়ে নিয়ে যায়। মোটরসাইকেলের চালক ছিলেন অন্য একজন। পলাতক দুই জঙ্গিকে ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিটি থানা ও অন্যান্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে রোববার (২০ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আদালত চত্বর থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় কেউ গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপহরণের পরপরই তাদের ধরতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশ তাদের খুঁজছে।
আশা করি তারা শিগগিরই ধরা পড়বে।
এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।