ন্যাভিগেশন মেনু

রাজধানীতে লকডাউনের দ্বিতীয়দিনে ৩২০ জন গ্রেপ্তার


রাজধানীতে করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের দ্বিতীয়দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার অপরাধে ৩২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৮ জনকে জরিমানা করা হয়েছে।

লকডাউনের দ্বিতীয় দিন সকাল থেকে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্ট, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালনা করে তাদের গ্রেপ্তার ও জরিমানা করা হয়।

শুক্রবার (২ জুন) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের এডিসি মো. ইফতেখায়রুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ট্রাফিক কর্তৃক মামলা হয়েছে ২১৯ টি। জরিমানার পরিমাণ ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা। এবং ৬৮ টি গাড়িতে ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে কর্তব্যরতরা।

এডিসি ইফতেখায়রুল জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে ডিএমপির ক্রাইম ডিভিশন, ট্রাফিক ডিভিশন ও গোয়েন্দা  ডিভিশন মাঠে কাজ করেছে। পাশাপাশি প্রত্যেকটি বিভাগেই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধের বাস্তবায়ন করতে ভোর থেকে মাঠে ব্যাপক তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি ও পথচারীদের বাইরে  বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে পুলিশ।

গতকাল (১ জুলাই) লকডাউনের প্রথমদিনে ঘরের বাইরে বের হওয়ায় রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরার বিভিন্ন এলাকা থেকে ৯৪১ ব্যক্তি আটক হয়। তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৫৫০ জন। বাকিদের পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পুলিশ বলছে, আটক ও গ্রেপ্তার ব্যক্তিরা বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারেননি।

এ ছাড়া বিধিনিষেধ অমান্য করায় ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত মোট ৪ লাখ ৯২ হাজার ৫০৭ টাকা জরিমানা আদায় করেছেন এবং সাজা দিয়েছেন আটজনকে।

তাছাড়া রাজধানীর বিভিন্ন সড়ক থেকে ট্রাফিক বিভাগ মোট ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা জরিমানা করেছে এবং জব্দ করেছে ৬টি যানবাহন।

করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার  রোধকল্পে গতকাল বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এডিবি/