ন্যাভিগেশন মেনু

রাজধানীতে হেরোইনসহ দুই মাদকব্যবসায়ী গ্রেপ্তার


রাজধানীর খিলগাঁও ও হাতিরঝিল এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮১০ গ্রাম হেরোইনসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২৪ জুলাই) মধ্যরাতে তাদের গ্রেপ্তার করে র‍্যাব ও পুলিশ।

রবিবার (২৫ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস ও হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ। 

র‍্যাব-৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রাণী দাস জানান, রাজধানীর খিলগাঁওয়ের খিদমাহ্ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদকব্যবসায়ীর নাম সমীর কর্মকার (৩৮)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এই ব্যবসায় সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

এদিকে শনিবার (২৪ জুলাই) রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ৩১০ গ্রাম হেরোইনসহ আরেক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া মাদকব্যবসায়ীর নাম মো. সবুজ হাওলাদার ওরফে কেনান (২৭)।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ সবুজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এসএ/এডিবি/