ন্যাভিগেশন মেনু

রাজধানীতে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২


রাজধানীর রমনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুইজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) বিকাল ৪ টা ৫০ মিনিটে টায় রমনা মডেল থানার ইস্কাটন গার্ডেন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. আল-আমিন ও মো. নূর জামাল।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাবেদ ইকবাল।

তিনি জানান, কতিপয় মাদকব্যবসায়ী ইস্কাটন গার্ডেন এলাকায় অবৈধ মাদক দ্রব্য বিক্রয় করার উদ্দ্যেশে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ আল-আমিন ও জামালকে গ্রেপ্তার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে প্রাইভেটকার তল্লাশী করে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা উদ্ধারকৃত গাঁজা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে প্রাইভেটকারযোগে ঢাকায় নিয়ে আসে। এরপর তারা ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজা সেবীদের নিকট বিক্রয় করার পরিকল্পনা করেছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এস এ/ওআ