ন্যাভিগেশন মেনু

রাজধানীর কারওয়ান বাজারে ৮৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২


রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রবিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা ২০মিনিটে জনতা টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. জাহাঙ্গীর আলম ও মো. বিল্লাল।

সোমবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহাদত হোসেন সুমা।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা জানান, গোয়েন্দা পুলিশের কাছে তথ্য আসে যে কারওয়ান বাজার এলাকায় কিছু লোক ইয়াবা সরবরাহ করার জন্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে রবিবার (২৫ জুলাই) ৫টা ১০মিনিট থেকে কারওয়ান বাজার এলাকায় অভিযান শুরু করে তেজগাঁও জোনাল টিম। অভিযানের এক পর্যায়ে সন্ধ্যা ৬ টা ২০মিনিটে জনতা টাওয়ারের সামনে থেকে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীর ও বিল্লালকে। আর তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৮ হাজার ৫০০ পিস ইয়াবা।

তিনি আর জানান, গ্রেপ্তারকৃতরা এই বিপুল পরিমান ইয়াবা একটি পিকআপভ্যানে করে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে আসে। তাদের ব্যবহৃত পিকআপভ্যানটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে তেজগাঁও থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এসএ/এডিবি/