ন্যাভিগেশন মেনু

রাজধানীর ঝুলন্ত তার অপসারণ নভেম্বরের মধ্যেই: তাপস


ইন্টারনেট ও ডিশ প্রোভাইডারদের সংগঠন আইএসপিএবি এবং কোয়াবকে নভেম্বরের মধ্যে নিজ উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে ঝুলন্ত তার অপসারণের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রবিবার (১৮ অক্টোবর) নগর ভবনে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে মতবিনিময় শেষে মেয়র এ তথ্য জানান।

এ সময় মেয়র বলেন, ‘রাস্তা খোড়াখুড়ি করবেন তারা। এই অবকাঠামোগত যা যা বিনিয়োগ করতে হবে তা তারা করবেন। সিটি কর্পোরেশন অনেক বিষয়ে ছাড় দিয়েছে। ভূগর্ভস্থভাবে তার ফিটিংয়ে সব ধরনের জরিমানা, ফি ও ক্ষতিপূরণ আদায় করবে না দক্ষিণ সিটি কর্পোরেশন। আর এক্ষেত্রে গ্রাহকের ওপর বাড়তি কোনো চাপ পড়বে না বলে জানিয়েছে আইএসপিএবি ও কোয়াব এর নেতারা।’

তিনি বলেন, ‘সোমবার থেকে কোয়াব ও আইএসপিএবি নিজ উদ্যোগে তার অপসারণের কাজ শুরু করবে। বৃহত্তর স্বার্থে তারের জঞ্জাল সরানোর জন্য দক্ষিণ সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।’

এ বিষয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, আইএসপিগুলো নভেম্বরের মধ্যেই ঝুলন্ত তার সরিয়ে মাটির নিচে নেবে বলে জানিয়েছে। এজন্য নভেম্বর পর্যন্ত তার কাটার অভিযান স্থগিত করা হয়েছে। মাটির নিচে তার নেওয়ার জন্য সড়কসহ অন্য কোন কিছু কাটার প্রয়োজন হলে সেজন্য অনুমতি দিয়ে সাহায্য করবে সিটি কর্পোরেশন।

এমআইআর/এডিবি