ন্যাভিগেশন মেনু

রাজধানীর পল্টনে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক


রাজধানীর পল্টন মডেল থানা এলাকা হতে ১৪৭ বোতল ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টা ১০মিনিটে নগরীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকব্যবসায়ী চক্রের সদস্য আছিফুল ইসলাম ওরফে মুন্নাকে (৩৪) আটক করা হয়।

পরে তার মিনিট্রাকের ড্রাইভিং সিটের পিছনে একটি সাদা প্লাষ্টিকের বস্তা তল্লাশি করে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক মুন্না কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ কালিকাপুর গ্রামের মো. শফিকুর রহমান মজুমদারের ছেলে।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রাণী দাস জানান, র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদকব্যবসায়ী চক্রের সদস্য একটি মিনিট্রাকে ফেনসিডিলের চালান নিয়ে কুমিল্লা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে ঢাকা মহানগরীর পল্টন থানা এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাব-৩-এর আভিযানিক দল পল্টন মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী চক্রের সদস্য আছিফুল ইসলাম মুন্নাকে আটক করে। পরে সাক্ষীদের উপস্থিতিতে মিনিট্রাকের ড্রাইভিং সিটের পিছনে একটি সাদা প্লাষ্টিকের বস্তা তল্লাশি করে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবত এই মাদকব্যবসা করে আসছে বলে জানায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এডিবি/