ন্যাভিগেশন মেনু

রাজধানীর বংশালে গ্যাসের চুলা বিস্ফোরণে শিশুর মৃত্যু, আহত ৩


রাজধানীর পুরান ঢাকায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে চার বছরের শিশু মঈনুলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন মা-বাবাসহ দেড় বছরের বোন জান্নাত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বংশালে গ্যাস লাইন বিস্ফোরণে দেয়াল ধসে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।

বংশালের বাড়িটির নিচতলার দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন জাবেদ-শিউলি দম্পতি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আটটার দিকে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে বাড়িটিতে। এতে ঘটনাস্থলেই দেয়াল চাপায় মারা যায় এই দম্পতির সন্তান মাইনুল। স্থানীরা গুরুতর আহত অবস্থায় পরিবারের বাকি তিনজকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী জানান, বিকট শব্দে গ্যাস লাইন বিস্ফোরণ হয়। মুহূর্তেই ধসে পড়ে নিচতলার চারপাশের দেয়াল।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক জানান, তাদের অবস্থাও আশঙ্কাজনক। শ্বাসনালী পুড়ে যাওয়ায় শঙ্কামুক্ত নন কেউই।

উল্লেখ্য, গত দুদিন বৃষ্টিতে পানি জমে থাকায় ওই এলাকায় গ্যাস ছিল না বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকেই গ্যাস আসে বংশালের নয়াবাজারের এলাকায়।

ওয়াই এ/ এডিবি