ন্যাভিগেশন মেনু

রাজধানীর মুগদায় ঝিলে নৌকা ডুবিতে ২ শিক্ষার্থীর মৃত্যু


রাজধানীর মুগদায় কদমআলী ঝিলে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নৌকা ডুবে ২ জন কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে নৌকা ডুবে গেলে তারা উঠতে না পারায় মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

মৃত দুই শিক্ষার্থী হলেন - সিদ্ধেশ্বরী গার্লস কলেজের উচ্চ মাধ্যমিক দ্বীতিয় বর্ষের শিক্ষার্থী নাইমা সুলতানা (১৮)। সে মুগদা সরদারবাড়ীর বাসিন্দা। নাইমার বাবা একজন প্রিন্টিং ব্যবসায়ী। সবুজবাগ সরকারি কলেজের একই বর্ষের শিক্ষার্থী মৃদুল হাসান রাব্বি (১৯)। মৃদুল মধ্যপাড়ায় পরিবারের সাথে থাকতেন এবং মৃদুলের বাবা মো. রিপনের চায়ের দোকান রয়েছে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় চন্দ্র সাহা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে একই বয়সের পাঁচজন তরুণ-তরুণী নৌকায় করে মুগদা কদমআলী ঝিলে ঘুরতে যায়। কিছু দূর যাওয়ার পরে নৌকাটি ডুবে যায়। এ সময় তিনজন সাঁতরে পাড়ে উঠতে পারলও দুইজন উঠতে পারেনি।

তিনি আরও জানান, ফায়ার ব্রিগেডের সদস্যরা এসে বাকি দুইজনকে  উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

ওয়াই এ/ এডিবি