ন্যাভিগেশন মেনু

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট নিহত


রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। নিহত ট্রাফিক সার্জেন্টের নাম বাবুল শেখ (৪৭)। এ ঘটনায় অভিযুক্ত কাভার্ডভ্যান চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সাড়ে ১০টার দিকে ডিউটি শেষে মোটরসাইকেলে করে যাত্রাবাড়ীর সামাদনগরের বাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

সহকর্মী ও স্বজনরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রাবাড়ীর কলার আড়তের সামনে পৌঁছালে বাবুলের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে গুরুতর আহত হয় সার্জেন্ট বাবুল শেখ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী উত্তরা ব্যাংকের সামনে ট্রাফিক সার্জেন্ট বাবুল শেখকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক দেলোয়ার হোসেন ও হেলপার জাকির হোসেনকে আটক এবং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

নিহত বাবুল শেখের বাড়ি পাবনার বেড়ার বকচর পশ্চিমপাড়া গ্রামে। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ যাত্রাবাড়ীর সামাদনগরে থাকতেন।

এডিবি/