ন্যাভিগেশন মেনু

রাজনৈতিক বিজ্ঞাপনের প্রচারে গুগলের নিষেধ


ভোটারদের প্রভাবিত করতে নির্দিষ্ট ব্যক্তি বা সম্প্রদায়কে লক্ষ্য করে রাজনৈতিক বিজ্ঞাপনের প্রচারে লাগাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্যবহারকারীদের তথ্য থেকে ধারণা নিয়ে কোনো নির্দিষ্ট পক্ষের জন্য রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের সুযোগ আর দেয়া হবে না বলে জানান গুগল।

প্রতিবেদনের তথ্য থেকে আরো জানা যায়, রাজনৈতিক ব্যক্তিরা তাদের নিজস্ব ভোটার তালিকা গুগল বা ইউটিউব ব্যবহারকারীদের সঙ্গে মেলানোরও সুযোগ পাবেন না।

আরো জানা যায়, গুগলের নতুন এ পলিসি যুক্তরাজ্যে এ সপ্তাহে কার্যকর হবে। এছাড়া পর্যায়ক্রমে পৃথিবীর অন্য দেশগুলোতে কার্যকর করা হবে।

তবে রাজনৈতিক ব্যক্তিরা আগের মতোই বয়স, লিঙ্গ ও স্থান টার্গেট করে তাদের বিজ্ঞাপন প্রচার করতে পারবেন বলেও প্রতিবেদনে জানা যায়।

ওয়াই এ/ ওআ

আজকের বাংলাদেশ পোস্টের অন্যান্য খবর

  1. বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা নেবে নেপাল-ফিলিপাইন
  2. নতুন ফিচারে হোয়ার্টসঅ্যাপ