ন্যাভিগেশন মেনু

রাজশাহীতে ‘আম উৎসব’ আজ


বৈশাখ শেষ। আজ থেকে শুরু মধুমাস জ্যৈষ্ঠ। সরকারি নির্দেশনা অনুযায়ি আজ থেকে আম পাড়া শুরু। অন্যবছর এ দিনে রাজশাহীতে আম পাড়ার উৎসব হলেও করোনাভাইরাসের কারনে এবার আগের মতো উৎসবের আমেজ বা মানুষের মধ্যে তেমন আগ্রহ নেই। বরং চোখে-মুখে দুশ্চিন্তা। করোনাকালে আম পাড়া শুরু করলে বাজারজাত করতে পারবে তো!, ন্যায্য দাম পাবে তো! কেবল এই উদ্বেগ আর উৎকণ্ঠা।

আমচাষি ও কৃষি কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে আমপাড়া এবং তা বাজারজাত করাটা এবার অনেকটাই চ্যালেঞ্জ। লকডাউন শিথিলে দেশের বাজারে সরবরাহের সম্ভাবনা উঁকি দিলেও বিদেশের বাজারে রপ্তানি নিয়ে শঙ্কায় চাষিরা।

বিগত চার বছর ধরে গাছ থেকে আম পাড়ার সময়সীমা বেঁধে দিচ্ছে রাজশাহী জেলা প্রশাসন। গত ৮ মে এবারও প্রশাসন বিভিন্ন জাতের আম পাড়ার সময় ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ি, ১৫ মে (শুক্রবার) থেকে সব ধরনের গুঁটি আম পাড়তে পারবেন চাষিরা। আর ২০ মে থেকে আমচাষিরা গাছ থেকে গোপালভোগ আম নামাতে পারবেন। এছাড়া রানীপছন্দ ও লক্ষণভোগ বা লখনা ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ২৮ মে, ল্যাংড়া ৬ জুন, আম্রপালি ১৫ জুন এবং ফজলি ১৫ জুন থেকে নামানো যাবে। সবার শেষে ১০ জুলাই থেকে নামবে আশ্বিনা এবং বারি আম-৪।

এডিবি/