ন্যাভিগেশন মেনু

রাজশাহীতে কেউ ঢুকতে ও বের হতে পারবে না


রাজশাহীতে শুরু হয়েছে অঘোষিত ‘লকডাউন’। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজশাহী থেকে এখন কেউ বাইরে বের হতে পারবে না ও ঢুকতে পাবেনা সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (০৬ এপ্রিল) দুপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমন কঠোর অবস্থান নিয়ে কাজ শুরু করেছে। 

এছাড়াও পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সন্ধ্যা ৬টা থেকে জরুরি সেবা বাদে রিকশা ও মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়।

এর ফলে, ঢাকার পর লকডাউনের আওতায় আসছে রাজশাহী। এ অবস্থায় কেবল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জরুরি পরিষেবার কাজে নিয়োজিতরা রাজশাহীতে ঢুকতে ও বের হতে পারবেন।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, ‘সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। লোকজন যে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের না হয় এবং রাজশাহীতে প্রবেশ ও বের হতে না পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্য সভায় সিদ্ধান্ত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সবাইকে ঘরে রাখতে আইনশৃংখলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সভায়। এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রিকশা ও মোটরসাইকেলসহ সব ধরণের যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।‘

উল্লেখ্যে, গত মার্চ মাসে রাজশাহীতে বিদেশ থেকে এসেছেন ২ হাজার ৯৫৯ জন। এর মধ্যে রবিবার (০৫ এপ্রিল) পর্যন্ত রাজশাহীতে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয় ১ হাজার ১০৫ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ২৯৪ জন।

এমআইআর/ এডিবি

সম্পর্কিত বিষয়: