ন্যাভিগেশন মেনু

রাজশাহীতে জাতির পিতার আরেকটি ম্যুরাল উন্মোচন


রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেকটি দৃষ্টিনন্দন ম্যুরাল উন্মোচন করেছে রাজশাহী জেলা পরিষদ।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

প্রসঙ্গত, এ নিয়ে রাজশাহী নগরীতে বঙ্গবন্ধুর দ্বিতীয় ম্যুরাল নির্মিত হলো। এর আগে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ আরেকটি ম্যুরাল নির্মাণ করেছে।

প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ২১ ফুট উচ্চতার এই ম্যুরালটি নির্মাণ করেছে রাজশাহী জেলা পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ম্যুরালটি নির্মাণ করার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও নির্মাণে সহযোগিতা করার জন্য জেলা আওয়ামী লীগ সম্পাদক আসাদুজ্জামান আসাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এছাড়া অনুষ্ঠানটি পরিচলানা করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাঈমুল হুদা রানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেস তালুকদার, সাবেক এমপি আক্তার জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, প্যানেল চেয়ারম্যান-২ রবিউল আলম, প্যানেল চেয়ারম্যান-৩ নার্গিস আক্তার প্রমুখ।‘

ওয়াই এ / এস এস

আপডেট নিউজ পেতে ভিজিট করুন - Ajker Bangladeshpost