ন্যাভিগেশন মেনু

রাজশাহীতে যাত্রী বেশে ইয়াবা পাচারকালে যুবক আটক


রাজশাহী নগরীতে তানোরগামী একটি লোকাল বাসে যাত্রী বেশে ১৪ হাজার পিস ইয়াবা নিয়ে যাওয়ার পথে আল আমিন (২০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নগরীর বিমানবন্দর থানার বরইপাড়া এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব-৫।

বুধবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ এ তথ্য নিশ্চিত করেছে।

আটক আল আমিন নগরীর শিরোইল কলোনির ৩ নম্বর গলি এলাকার আব্দুস সালামের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, যাত্রী বেশের তানোরগামী লোকাল বাসে করে ইয়াবার চালানটি নিয়ে রাজশাহী নগরী থেকে যাচ্ছিলেন ওই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরীর বিমানবন্দর থানার বারইপাড়া এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসায়।

চেকপোস্টে পৌঁছালে বাসটিকে থামার সংকেত দেয় র‍্যাব। বাসটি থামানো মাত্র দৌড়ে পালানোর চেষ্টা করেন ওই যুবক। তখন তাকে আটক করেন র‍্যাব সদস্যরা। পরে তার সঙ্গে থাকা ব্যাকপ্যাকের ভেতরে শপিংব্যাগ থেকে ১৪ প্যাকেটে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার মূল্য প্রায় ৪২ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, ওই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানিয়েছে, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে এসেছে। লকডাউনের দীর্ঘ সময় ধরে ইয়াবাগুলো কক্সবাজারেই রাখা হয়েছিল। সম্প্রতি এসব ইয়াবা নাটোরে আসে। সেখান থেকে পরে রাজশাহীতে নিয়ে আসা হয়।

র‍্যাব আরও জানান, গ্রেপ্তার এড়াতে ইয়াবা বহনের কৌশল পাল্টেছে মাদককারবারিরা। এখন বাসে যাত্রী বেশে ইয়াবার চালান আসছে। এই ইয়াবার উৎসসহ খুঁটিনাটি বের করতে তদন্ত শুরু করেছে র‍্যাব।

এস এ/এডিবি/