ন্যাভিগেশন মেনু

রাজশাহী কলেজিয়েটের ছাত্রের করোনা শনাক্ত


রাজশাহী কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে এবং সে নিজ বাড়িতেই রয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়। স্কুল কর্তৃপক্ষ তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন। স্কুলের পাঠদান কার্যক্রমও বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রের শরীরে করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়।

স্কুল কর্তৃপক্ষ বলছে, স্কুলে গিয়ে নয়, ওই শিক্ষার্থী পরিবারেই করোনা সংক্রমিত হয়েছে। কারণ তার দাদীসহ আরও দুজন করোনা রোগী বাড়িতে ছিলেন। তাদের মাধ্যমেই সে আক্রান্ত হতে পারে। এজন্য তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

জানতে চাইলে রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. নূরজাহান বেগম বাংবলেন, গত ১৩ সেপ্টেম্বর একদিনই ওই ছাত্র স্কুলে গিয়েছিল। এরপর ১৮ সেপ্টেম্বর তার শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে সে ভালো আছে এবং বাড়িতেই আছে। বর্তমানে এই স্কুলের পাঠদান কার্যক্রমও অব্যাহত রয়েছে।

সিবি/এডিবি/