ন্যাভিগেশন মেনু

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

বিকেলে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ


দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

শুক্রবার (১ অক্টোবর) উদ্বোধনী ম্যাচটি অস্কার ব্রজনের শিষ্যরা নিজেদের করে নেবেন বলে প্রত্যাশা।

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২১ ফুটবল টুর্নামেন্টের এবারের আয়োজক দেশ মালদ্বীপ।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত এবারের আসরে মোট পাঁচটি দল অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশ এবং স্বাগতিক মালদ্বীপ ছাড়াও রয়েছে ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা। গ্রপপর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। প্রতিটি দল সবার সঙ্গেই একটি করে ম্যাচ খেলবে। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দলকে নিয়ে সরাসরি অনুষ্ঠিত হবে ফাইনাল।

সাফ চ্যাম্পিয়ন্সশিপ ফুটবলে দীর্ঘ এক যুগ ধরে শিরোপার স্বাদ থেকে বঞ্চিত বাংলাদেশ। এবারের আসরটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভূঁইয়া।

দেশ ছাড়ার আগে তিনি বলেছিলেন, ‘শেষ কয়েকদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে চায়। যাতে টুর্নামেন্ট থেকে ভালো কিছু নিয়ে আসতে পারি। এটা ভালো একটা গ্রুপ (খেলোয়াড়রা) এবং আমরা আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।‘

বাংলাদেশের স্কোয়াড:

গোলকিপার: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম রানা।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশা, মোহাম্মদ হৃদয়।

মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, সাদ উদ্দীন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন।

ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, সুমন রেজা, জুয়েল রানা।

এমআইআর/এডিবি/