ন্যাভিগেশন মেনু

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারী ছাত্রের হামলায় নিহত ৮


রাশিয়ার পারম শহরে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় কমপক্ষে আট জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন।

হামলাকারী সোমবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় ক্যাম্পাসে গিয়ে গুলি শুরু করেন বলে জানায় বিবিসি।

পারম স্টেট ইউনিভার্সিটি মস্কো থেকে এক হাজার ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। এ সময় ছাত্র এবং শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ভিতরে লুকিয়ে থাকে। অনেককে জানালা দিয়ে লাফ দিয়ে নিচে নামতে দেখা গেছে।

পুলিশ হামলাকারীকে আটক করেছে, যিনি একজন ছাত্র বলে জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্ত বন্দুকধারীকে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর ভবনে প্রবেশের আগে এলোপাথাড়ি গুলি ছুড়তে দেখা যায়। অন্য আরেকটি ভিডিও ফুটেজে ওই ভবনে থাকা আতঙ্কিত শিক্ষার্থীদেরকে দোতলা থেকে নিচে ঝাঁপ দিতে দেখা যায়।

বিবিসি জানায়, কিছু রিপোর্ট বলছে, বন্দুকধারী সোশ্যাল মিডিয়ায় লিখেছে যে, সে একা কাজ করছে এবং তার কোনও রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্য নেই।

বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ইভান পেচিশচেভ বিবিসিকে বলেন, তিনি ছাত্রদের একটি ভবন থেকে দৌড়াতে দেখেছেন এবং ক্লাসে যাওয়ার সময় ছাত্ররা দ্বিতীয় তলার জানালা দিয়ে লাফিয়ে নামছেন।

প্রফেসর পেচিশচেভ জানায়, পার্ম ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রায় ১০টি ভবন রয়েছে। নিরাপত্তাজনিত কারণে সমস্ত ভবন এবং পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

সিবি/এডিবি/