ন্যাভিগেশন মেনু

রাষ্ট্রয়াত্ব পাটকল ও চিনিকল রক্ষায় মানববন্ধন


বন্ধ রাষ্ট্রয়াত্ব পাটকল ও চিনিকলগুলো রক্ষা এবং আধুনিকায়ন এবং বহুমূখীকরনের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ আখচাষী ও চিনকল রক্ষা সংগ্রাম পরিষদ।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে শহরের কানাইখালি এলাকায় দুই সংগঠনের যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আখচাষী নেতা আব্দুল করিম, জাতীয় শ্রমিক ফেডারেশন নাটোর জেলার আহ্বায়ক মিজানুর রহমান মিজান, আখচাষী নেতা ইমতিয়াজ বুলবুল, যুবনেতা মাহবুবুর রহমান, বিশ্বনাথ বিশু প্রমূখ।

এসময় বক্তারা রাষ্ট্রয়ত্ত পাটকল ও চিনিকল উন্নত প্রযুক্তি দ্বারা আধুনিকায়ন ও বহুমূখীকরনের দাবি জানান।

কেআর/ ওয়াই এ/এডিবি