ন্যাভিগেশন মেনু

রাস্তায় নেমেই ঢাকায় ৪ শতাধিক ও চট্টগ্রামে ২১ পাকড়াও


সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোভিড-১৯ বেড়ে যাওয়ায় গত কয়েকদিন যাবত মৃত্যুর ঘর শতাধিক পার করেছে। মৃত্যু ও  সংক্রমণ রোধে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন শুরু হয়েছে।

পুলিশ ও আধা সামরিকবাহিনী বিজিবি’র পাশাপাশি সেনাবাহিনী মাঠে নামায় প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকেই পাল্টে গেছে রাজধানীর চিত্র। রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই সেনাবাহিনীর সদস্যদের গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে।

এবারের লকডাউন বাস্তবায়নে ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠপর্যায়ের কার্যকর টহল নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক সেনা মোতায়েন রয়েছে। সড়কে নেই অন্যান্য দিনের মতো অফিসমুখী মানুষের চাপ, নেই যানবাহনের ছুটে চলা, বন্ধ রয়েছে দোকানপাট। সেনা টহলের পাশাপাশি স্থাপন করা হয়েছে পুলিশের একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের।

পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীকেও ডিউটিতে দেখা গেছে। সরকারের জারি করা লকডাউন অমান্য করায় রাজধানী ঢাকায়  চার শতাধিক পথচারীকে পাকড়াও করেছে পুলিশ। পাশাপাশি অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে আসা হয়েছে। চট্টগ্রামে গ্রেপ্তার করা হয়েছে ২১ জনকে।

এদিকে খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে খুলনা বিভাগে মঙ্গলবার ২৯ জুন সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছিল। টাঙ্গাইল জেলার জেনারেল হাসপাতালে একদিনে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বহুল আলোচিত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ২২ জন মারা গেছেন।

টিকার দাবিতে বিক্ষোভ: এদিকে টিকার দাবিতে রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেছেন প্রবাসী কর্মীরা। তবে কর্তৃপক্ষ বলেছে সবাইকে নিয়ম অনুযায়ী টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি কর্মী কুর্মিটোলা হাসপাতালে টিকার দাবিতে বিক্ষোভ করেন। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাহান হক জানান, আনুমানিক দুই থেকে আড়াইশ বিদেশগামী লোকজন টিকা নিতে কুর্মিটোলা হাসপাতাল আসেন।

সেখানে টিকা দিতে বিলম্ব হওয়ায় তারা বিক্ষোভ করেন। কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে নিয়ম অনুযায়ী সবাইকে টিকা দেওয়া হবে।

সাতক্ষীরায় অক্সিজেন সংকটে মৃত্যু ৮ : দেশের দক্ষিণের জেলা সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটিড হাসপাতাল ঘোষণা করা হলেও সেখানে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত রেকর্ডসংখ্যক ১৪ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে অক্সিজেন সংকটে। গতকাল বুধবার বিকেলে সাতক্ষীরা মেডিক্যালে সেন্ট্রাল অক্সিজেনের প্রেসার কমে আসতে থাকে। সেই সংকট মুহূর্তে পর পরই আইসিইউতে দুজন, সিসিইউতে দুজন এবং সাধারণ ওয়ার্ডে আরও চারজনসহ আটজনের মৃত্যু হয়।

রোগীর স্বজনদের অভিযোগ— অক্সিজেন সংকট দেখা দিলেও তা পূরণ করতে কর্তৃপক্ষের গাফিলতিতে এসব রোগী মারা গেছেন। রাত ৮টার দিকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ স্বাভাবিক হয়। জেলায় করোনা ও উপসর্গে এ পর্যন্ত ৪২৪ জনের মৃত্যু হলো। 

চট্টগ্রাম নগরে লকডাউন অমান্য করে রাস্তায় নামায় পুলিশের হাতে আটক হয়েছে ২১ জন। আজ বৃহস্পতিবার সকালে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে তাঁদের আটক করা হয়।

এস এস