ন্যাভিগেশন মেনু

রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর গ্রেপ্তার


মেট্রোরেল প্রকল্পের ৭৬ জন কর্মীকে করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে গোপালগঞ্জ থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট হাসপাতালের পাঁচজনের বিরুদ্ধে ভুয়া করোনার রিপোর্ট দেয়ার অভিযোগে মামলা হয়। সেই মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম, এমডি মাসুদ পারভেজ, হাসপাতালের এমডি মিজানুর রহমানসহ আরও দুইজনের নাম আছে। 

মামলাটি দায়ের করেন মেট্রোরেল প্রকল্পের শ্রমিক সাপ্লাইয়ের প্রতিষ্ঠান এসিট করপোরেশন।

শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াদুর রহমান।

তিনি বলেন, গতরাতে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি করোনার রিপোর্ট প্রতারণার মামলায় এজাহারভুক্ত তিন নম্বর আসামি ছিলেন। এরই মধ্যে মিজানুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। করোনার এই দুর্যোগকালীন সময়ে নমুনা সংগ্রহ করা হলেও টেস্ট না করে ফলাফল দেয়া, হাসপাতাল পরিচালনার সনদের মেয়াদ না থাকা বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। পরের দিন হাসপাতালটির উত্তরা ও মিরপুরের দুটি শাখা সিলগালা এবং সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করে র‌্যাব। সেই মামলায় হাসপাতালের চেয়ারম্যান সাহেদসহ এখন পর্যন্ত ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এডিবি/