ন্যাভিগেশন মেনু

রিয়াদে প্রথম চীন-জিসিসি শীর্ষসম্মেলনে সি চিন পিংয়ের অংশগ্রহণ


শুক্রবার (১০ ডিসেম্বর) রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রথম চীন-জিসিসি (উপসাগরীয় সহযোগিতা পরিষদ) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। 

সম্মেলনে আরও অংশগ্রহণ করেন সৌদি আরবের রাজপুত্র ও প্রধানমন্ত্রী মুহাম্মাদবিনসালমান, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল-খালিফা, কুয়েতের রাজপুত্র মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ, ওমানের উপপ্রধানমন্ত্রী ফাহদ বিন মাহমুদ আল-সাইদ, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ নেতা হামাদ বিন মোহাম্মদ শারকি, এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-র মহাসচিব নাইয়েফ ফালাহ এমআল-হাজরাফ। সম্মেলনে চীন ও জিসিসি-ভুক্ত দেশগুলোর মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 

সম্মেলনে সি চিন পিং বলেন, চীনের সাথে উপসাগরীয় আরব দেশগুলোর সম্পর্কের ইতিহাস প্রায় দুই হাজার বছরের। ১৯৮১ সালে জিসিসি প্রতিষ্ঠার প্রথম দিকেই বেইজিং এর সাথে সহযোগিতার সম্পর্ক গড়ে তোলে। এরপর বিগত ৪০ বছর ধরেচীন ও জিসিসি’র দেশগুলো পরস্পরের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সমর্থন করে আসছে, একে অপরের উন্নয়নের পথকে সম্মান করে যাচ্ছে, এবং দৃঢ়ভাবে বহুপক্ষবাদের পক্ষের শক্তি হিসাবে কাজ করছে। 

সি চিন পিং বলেন, চীনের ভোগের বাজার অনেক বড়। এর শিল্পব্যবস্থাও সম্পূর্ণ। ওদিকে, আরব দেশগুলোর সমৃদ্ধ জ্বালানিসম্পদ আছে। এ অবস্থায় দু’পক্ষ হলো পরস্পরের সহযোগিতামূলক অংশীদার। 

তিনি বলেন, চীন আরব দেশগুলোর জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আছে। দু’পক্ষ যৌথভাবে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিবর্তন ও আর্থিক সংকট এবং কোভিড-১৯ মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জমোকাবিলা করেছে। 

সি চিন পিং বলেন, চীন আরব দেশগুলো থেকে প্রাকৃতিক তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের আমদানি বাড়াবে এবং তেল ও গ্যাসের আবিষ্কার ও পরিষ্কার নিম্নকার্বন জ্বালানিসম্পদ প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার করবে; আর্থিক খাতে সহযোগিতা চালাবে ও যৌথভাবে বিনিয়োগ ফেডারেশন প্রতিষ্ঠা করবে;  বিগডেটা ও ক্লাউড কম্পিউটিং কেন্দ্র গড়ে তুলবে; রিমোট সেন্সিং ও কমিউনিকেশন স্যাটেলাইট, স্পেস অ্যাপ্লিকেশন, স্পেস অবকাঠামো এবং মহাকাশচারী নির্বাচনও প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতা চালাবে; এবং ভাষা ও সংস্কৃতিক সহযোগিতা উন্নত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবে। 

সম্মেলনে সৌদি আরবের রাজপুত্র ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ বিন সালমানবলেন, বর্তমান বিশ্ব বহু ঝুঁকি ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বিভিন্ন দেশকে তা যৌথভাবে মোকাবিলা করতে হবে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। দু’পক্ষ অবকাঠামো, স্বাস্থ্য ও জ্বালানিসম্পদ খাতে সহযোগিতায় আরও বেশি সাফল্য অর্জনের চেষ্টা চালিয়ে যাবে। 

সম্মেলনে ‘চীন-জিসিসি শীর্ষ সম্মেলন যৌথ ঘোষণা’ প্রকাশিত হয় এবং ‘চীন-জিসিসি কৌশলগত সংলাপ কর্মপরিকল্পনা, ২০২৩-২০২৭’ গৃহীত হয়। - সূত্র: সিএমজি