ন্যাভিগেশন মেনু

রেকর্ড সংখ্যায় ভোট দিতে অনুরোধ মোদির


ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। আর তাই রেকর্ড সংখ্যায় ভোট দিতে বাংলার জনগণের কাছে অনুরোধ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (১ এপ্রিল) ভোটের দিন সকালে বাংলায় এক টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলায় করা টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোটদান করুন।’

একই ভাবে আরেক রাজ্য আসামের দ্বিতীয় দফা ভোটের জন্যও ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন মোদি। তবে প্রটোকল মেনে কোনো দলের কথা নিজের টুইটে উল্লেখ করেননি তিনি।

একইভাবে বাংলায় টুইট করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। পশ্চিমবঙ্গবাসীর কাছে তাদের আবেদন, রেকর্ড সংখ্যায় ভোট দিন। যেন ‘নিরাপদ এবং সমৃদ্ধিশালী’ বাংলা গড়ে তোলা যায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সবচেয়ে হেভিওয়েট আসন নন্দীগ্রামসহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার মোট ৩০টি আসনে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে বুথগুলোতে ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

 এস এ/ওআ