ন্যাভিগেশন মেনু

রেটিং বাড়লো টাইগারদের, র‍্যাংকিংয়ে অবনতি অস্ট্রেলিয়ার


ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রাণবন্ত পারফরম্যান্সে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। এই সিরিজ জয়ে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ১২ পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের ঝুলিতে। ফলে টাইগারদের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ২৩৪। তবে রেটিং বাড়লেও দশম স্থানেই রয়েছে টাইগাররা।

অপরদিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারে র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার। একধাপ নিচে নেমে গেছে অজিরা। ২৪০ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে রয়েছে তারা। তাদের অবনতিতে পঞ্চমস্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং ২৪৬।

২৭৮ রেটিং নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। আর ২৭৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে বিরাট কোহলির দল ভারত। পরের দুটি স্থানে যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

২৩৬ রেটিং নিয়ে সপ্তমস্থানে রয়েছে আফগানিস্তান এবং ২৩৫ রেটিং নিয়ে অষ্টমস্থানে অবস্থান করছে শ্রীলঙ্কা। অপরদিকে বাংলাদেশের সমান ২৩৪ রেটিং রয়েছে এই ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। তারা আছে নবমস্থানে।

আসন্ন বংলাদেশ বনাম নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের জয়ের ধারা অব্যাহত থাকলে র‌্যাংকিংয়ে উন্নতি করবে টাইগাররা।

এমআইআর/এডিবি/