ন্যাভিগেশন মেনু

রেনু হত্যার তদন্ত প্রতিবেদন ২৬ এপ্রিল


ছেলেধরা সন্দেহে রাজধানীর উত্তর বাড্ডায় তাছলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন আগামী ২৬ এপ্রিল জমা দেওয়ার দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৩ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট মোহাম্মদ জসিম প্রতিবেদন দাখিলের জন্য এ তারিখ নির্ধারণ করেন।

২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডায় স্কুলে সন্তানের ভর্তির খবর নিতে গিয়ে তাসলিমা বেগম রেনু ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন। এ ঘটনায় ওই রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪শ’-৫শ’ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগিনা সৈয়দ নাসির উদ্দিন টিটু।

এমআইআর/এডিবি