ন্যাভিগেশন মেনু

রোজায় ভোগ্যপণ্য সরবরাহ স্বাভাবিক থাকার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর


আসছে রোজায় ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার ( ২২ মার্চ) রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাবে ‘রাজনীতির মহাকবি’ শিরোনামে বঙ্গবন্ধুর রাজনীতি, আদর্শ, রাষ্ট্রচিন্তা, দর্শন নিয়ে চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, টিসিবির জন্য ২৫ হাজার টন ভোজ্যতেল আনা হচ্ছে । এ ছাড়াও দাম নিয়ন্ত্রণে বাজারে মনিটরিং টিম কাজ করবে।

তিনি আরও বলেন, রমজান মাসে যেসব জিনিস বেশি প্রয়োজন হয় যেমন - ছোলা, পেঁয়াজ, খেজুর, চিনি এসব আমাদের কাছে যথেষ্ট পরিমাণে আছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে দামটা বেড়েছে। আমরা বাজার লক্ষ্য রাখছি। তেলের ক্ষেত্রে ভর্তুকি দিয়ে মানুষকে দেওয়া হবে।

সিবি/এডিবি/