ন্যাভিগেশন মেনু

রোমাঞ্চকর ম্যাচে চেলসির সঙ্গে রিয়ালের ড্র


চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে গোটা ম্যাচ জুড়ে চেলসির আধিপত্য থাকলেও গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত মাদ্রিদ থেকে জয় নিয়ে ফেরা হয়নি অল ব্লুজদের।

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে রিয়াল ও চেলসি।

চেলসির হয়ে ম্যাচের ১৪তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ক্রিশ্চিয়ান পুলিসিচ আর ২৯তম মিনিটে দুর্দান্ত গোলে রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা।

এরপর বাকি সময় গোলহীন ছিল দুদল। ম্যাচের বেশি সময় বল দখলে রেখেও আক্রমণে জমাতে পারেনি রিয়াল। পুরো ম্যাচে চেলসি শিবিরে ৯ বার আক্রমণ করেছে তারা, কিন্তু অনটাগের্ট শট ছিল কেবল গোল পাওয়ার একটিই। অন্যদিকে ৪৯ শতাংশ সময় বল দখলে রেখে ১১বার শট নেয় চেলসি। যার মধ্যেই পাঁচটিই ছিল অনটার্গেট শট। বাকি সময় গোল না আসলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দু'দলকে। তবে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে স্পেন ছাড়তে পেরেছে চেলসি।

১৪তম মিনিটে অ্যান্তোনিও রুডিগারের লম্বা করে বাড়ানো বল পেয়ে রিয়ালের দুই ডিফেন্ডার নাচো এবং ভারানের মধ্য দিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন পুলিসিচ। এরপর থিবো কোর্তোয়াকে মাটিতে আছড়ে ফেলে জোরালো শট নেন, তাতে ভারান বুক ছোঁয়ালেও গোল রুখতে পারেনি। আর ম্যাচের ১৪তম মিনিটেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি।

এটা যেন সবে মাত্র শুরুর ঝলক দেখায় চেলসি। গোল করার পরে আরও বেশি হিংস্র হয়ে ওঠে লন্ডনের দলটি। আরও বেশি আক্রমণাত্মক হয়ে খেলতে শুরু করে তারা।

২৯তম মিনিটে ম্যাচে সমতায় ফেরে রিয়াল। করিম বেনজেমার দুর্দান্ত এই গোল রুখার সাধ্য ছিল না চেলসি গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডির আর তাই তো চেয়ে চেয়ে কেবল বল জালে জড়াতেই দেখলেন এই গোলরক্ষক। প্রথমার্ধে চেলসি আরও কিছু গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। আর তাই তো প্রথমার্ধ ওই ১-১ গোলের সমতাতেই শেষ হয়।

ওয়াই এ/এডিবি/