ন্যাভিগেশন মেনু

রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন লেগে ১০ রোগীর মৃত্যু


ইউরোপের দেশ রোমানিয়ায় একটি করোনাভাইরাস (কোভিড-১৯) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। গুরুতর আহত হয়েছেন এক চিকিৎসকসহ আরও ৭ জন।

শনিবার (১৪ নভেম্বর) উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পিয়াত্রা নিমট একটি পাবলিক হাসপাতালে করোনভাইরাস আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা ওয়ার্ড (আইসিইউ) থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় জরুরি অবস্থা পরিস্থিতি পরিদর্শনের মুখপাত্র ইরিনা পোপা।

রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।’ মৃতদের মধ্যে বেশিরভাগ রোগীই ভেন্টিলেশনে ছিলো বলে জানা গেছে।

হাসাপাতালে কোভিড-এর চিকিৎসাধীন ৮ রোগী এক রুমেই পুড়ে মারা গেছেন। আরো দু’জন অন্যরুমে দগ্ধ হয়ে মারা যান। পুরো হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ায় চিকিৎসক এবং নার্সও দগ্ধ হন। ধোঁয়ার কারণে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে।

এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদের রাজধানী বুখারেস্টে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে রোমানিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, পিয়াত্রা নিমট আঞ্চলিক জরুরী এই হাসপাতালে দীর্ঘকাল ধরেই অনিয়মতান্ত্রিকভাবে পরিচালনার অভিযোগ রয়েছে। গত এক বছরে এই হাসপাতালে আটজন সরকার নিযুক্ত ব্যবস্থাপক বদলি হয়েছেন।

এডিবি/