ন্যাভিগেশন মেনু

রোহিঙ্গাবিরোধী তথ্য প্রকাশে ফেসবুককে নির্দেশ যুক্তরাষ্ট্র আদালতের


মায়ানমারে রোহিঙ্গাবিরোধী সহিংসতায় সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর তথ্য মুক্তি দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালতের বিচারক। ওই তথ্যগুলো বন্ধ করে দিয়েছিল ফেসবুক। খবর প্রকাশ করেছে আল-জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ফেসবুকের সমালোচনা করেন ওয়াশিংটন ডি.সি'র ওই বিচারক। সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মায়ানমারের আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে তদন্তে তদন্তকারীদের কাছে তথ্য হস্তান্তর করতে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমটির সমালোচনা করেন তিনি। 

এদিকে, তথ্য শেয়ার করতে অস্বীকার করেছে ফেসবুক। তারা বলছে, এটি যুক্তরাষ্ট্রের আইনবিরুদ্ধ। যা ইলেক্ট্রনিক যোগাযোগ পরিষেবাগুলোকে ব্যবহারকারীদের তথ্য প্রকাশ করা থেকে বিরত রাখে। 

বিচারক বলছেন, যে পোস্টগুলো ডিলিট করা হয়েছে সেগুলো আইনের আওতায় পরবে না। তাই এগুলো শেয়ার না করলে রোহিঙ্গাদের ওপর যে বিয়োগান্তক ঘটনা ঘটেছে তা আরও বাড়তে পারে।তিনি বলেন, ফেসবুক প্রাইভেসি অধিকারের আওতাধীন বিড়ম্বনায় সমৃদ্ধ। 

এস এস