ন্যাভিগেশন মেনু

রোহিঙ্গা এবং স্থানীয়দের জন্য ৩ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক


বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে বিশ্ব ব্যাংকের ১৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অনুদানের প্রতিশ্রুতির অংশ হিসেবে ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক।

সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং ক্ষতিগ্রস্থ স্থানীয়দের জন্য এই সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক।

বিশ্ব ব্যাংকের দেওয়া এসব অর্থ মূলত রোহিঙ্গা জনগোষ্ঠী ও ক্ষতিগ্রস্থ স্থানীয়দের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, লিঙ্গভিত্তিক সহিংসতা কমানো, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, মৌলিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নের প্রকল্প পরিচালিত হবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, ‘১১ লাখ রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিক নেতৃত্বের এক বিরল নজির সৃষ্টি করেছে। কিন্তু, স্থানীয় জনগোষ্ঠীর প্রায় তিনগুণ রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজার জেলার সামগ্রিক পরিবেশ ও অবকাঠামো হুমকির মুখে পড়েছে। এই তহবিলের মাধ্যমে উভয়পক্ষের ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করতে হবে।’

এছাড়া এই তহবিল প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি প্রশমন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিভিন্ন খাতে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

গত বৃহস্পতিবার জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অনুদানের প্রকল্পসমূহ তারা বাস্তবায়ন করবে।তবে এই টাকার কোন অংশ চলমান করোনা মহামারিতে খরচ করা হবে কিনা তা নিশ্চিত করা হয়নি।

এডিবি/