ন্যাভিগেশন মেনু

সারাদেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু


দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) থেকে এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন চলাকালে সারাদেশে ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে ১ ডোজ এমআর টিকা দেওয়া হবে। চলমান করোনা মহামারি বিবেচনা করে স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলী যথাযথ প্রতিপালন সাপেক্ষে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

বরিশালে শনিবার সকাল ১১টায় নগরীর কাউনিয়া মাতৃসদনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বরিশাল মহানগরীতে ১ লাখ ৪ হাজার এবং জেলার ১০ উপজেলায় ৫ লাখ ৪২ হাজার ৬শ’ ৪৯ শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা। 

বান্দরবান জেলায়  ১ লাখ ১৬ হাজার ৩শ' ৪৬ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নড়াইলে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলায় ১ লাখ ৬০ হাজার ১শ' ২২ শিশুকে টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সারা দেশে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে।

ওয়াই এ/এডিবি