ন্যাভিগেশন মেনু

রোয়াংছড়ি বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই


বান্দরবানের রোয়াংছড়ি বাজারে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের সাতটি গুদামসহ ৭২টি দোকান ও অর্ধশতাধিক বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাজারের একটি বয়লারের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট অফিসার মংশৈনু মারমা।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লেগে তা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে সাতটি বড় গুদামসহ ৭২টি দোকান ও অর্ধশতাধিক বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

মংশৈনু মারমা জানান, খবরপেয়ে রোয়াংছড়ি ও বান্দরবান সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু ঘরবাড়ি। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

সিবি/এডিবি