ন্যাভিগেশন মেনু

স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ শিগগিরই মহাকাশে পাঠানো হবে: পরিকল্পনামন্ত্রী


শিগগিরই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, বাংলাদেশের নাম লেখা নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ সারা বাংলাদেশে ঘুরছে। শেখ হাসিনার নেতৃত্বে ছিলেন বলেই এটা করতে পেরেছি। শিগগিরই আমরা তার নেতৃত্বে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইটও মহাকাশে পাঠাবো।  

শনিবার (১২ ডিসেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠিত সুধী সমাবেশে মন্ত্রী এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনা বাঙালির সাহসের প্রতীক। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মায়ানমার যা করতে পারেনি শেখ হাসিনা অসীম সাহসে পাবনার রূপপুরে সেটা করেছেন। এই কাজ প্রায় শেষের পথে।

পদ্মাসেতুর জন্য টাকা দিতে গিয়েও মিথ্যা অভিযোগ দিয়ে বিশ্বব্যাংক পিছিয়ে গিয়েছিলো জানিয়ে তিনি বলেন, এই টাকা কোনো খয়রাতি টাকা ছিলো না। ঋণের টাকা ছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহস করে তাদের মিথ্যা অপবাদ উড়িয়ে দিয়ে আমাদের নিজেদের অর্থে টাকার সংস্থার করে আজ পদ্মাসেতুর কাজ শেষ করেছেন। এই সাহস ছিল তার পিতা সর্বকালের শ্রেষ্ট বাঙালি শেখ মুজিবুর রহমানের।’

পরিকল্পনামন্ত্রী বাংলাদেশের উন্নয়ন নিয়ে বিষ্মিত বিশ্বব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মন্তব্য উল্লেখ করে বলেন, স্বাধীনতার মাত্র ৫০বছরে কিভাবে বাংলাদেশ এমন উন্নতি করলো তা নিয়ে বিষ্মিত সারা বিশ্ব।

এমআইআর/এডিবি