ন্যাভিগেশন মেনু

নাইজেরিয়ার ৩৪৪ স্কুলশিক্ষার্থীর মুক্তি, পরিবারের কাছে হস্তান্তর


নাইজেরিয়ার একটি স্কুল থেকে জঙ্গি গোষ্টী বোকাে হারামের বন্দুকধারীরা গত সপ্তাতে অপহরণ করার পর গতকাল ৩৪৪ জন বালককে মুক্তি দিয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

তবে, এই ছাত্রদের মুক্তির জন্য কোনো মুক্তিপণ দিতে হয়েছে কী-না তা তাৎক্ষণিক ভাবে জানা সম্ভব হয়নি।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এক ট্যুইট বার্তায় জানান, “গোটা দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এ হচ্ছে হাফ ছেড়ে বাঁচা।”

তিনি আরও লেখেন, এজন্য তিনি কাটসিনা অঙ্গরাজ্যের গভর্ণর মাসারি, গোয়েন্দা বিভাগ, সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞ।

তবে গভর্ণর মাসারি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, কোনো কোনো বালক এখনও নিখোঁজ থাকতে পারে। আমরা অধিকাংশ ছেলেদের মুক্ত করিয়ে আনতে পেরেছি কিন্তু সকলকে নয়।

তিনি আরও বলেন, মুক্তিপ্রাপ্ত ছেলেদের পার্শ্ববর্তী জামফারা রাজ্যের একটি জঙ্গলে পাওয়া যায়। স্বাস্থ্য পরীক্ষার পর শুক্রবার রাজ্যের রাজধানীতে ছেলেরা তাদের পরিবারের সঙ্গে মিলিত হবে।

এই ছেলেদের মুক্তির সংবাদ আসার অল্প আগেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেখানো হয়, কয়েকশ’ অপহৃত বালকের মধ্যে কয়েকজন বোকো হারাম ইসলামি জঙ্গি গোষ্ঠির সঙ্গে রয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, বনাঞ্চলে একদল বালক নিরাপত্তা বাহিনীকে ওই অঞ্চল ত্যাগ করতে অনুরোধ করছে।

নাইজেরিয় এক মুখপাত্র আব্দুল লাবারান বলেন, ওই ভিডিওটি ঠিক তবে গ্রুপের নেতার বার্তাটি অন্য কারও কন্ঠে।

রয়টার এবং এএফপি এই ভিডিওটি ঠিক কী-না সেটা নিশ্চিত করতে পারেনি‌ কিন্তু এএফপি বলছে, এই ভিডিওর ছবিগুলো তারা সেই একই চ্যানেল থেকে পেয়েছে যা আগে বোকো হারাম ব্যবহার করেছে। সুত্র:  ভয়েস অব আমেরিকা

এডিবি/