ন্যাভিগেশন মেনু

লকডাউনে চালু রয়েছে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম


সাতক্ষীরায় লকডাউন ঘোষণা করা হলেও ভোমরা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ হয়নি। জেলার ৭ দিনের লকডাউনে নতুন নিয়মে চালু থাকবে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্দরের কার্যক্রম সংক্রান্ত বিষয়ে একটি লিখিত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হলেও দেশের অথনৈতিক অবস্থা বিবেচনায় স্থলবন্দরের কার্যক্রম চলমান থাকবে। তবে পণ্যবাহী ট্রাকগুলোর আগমন ও বহির্গমনের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়।

ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত শনিবার থেকে নতুন নিয়মে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

ওয়াই এ/ এস এস