ন্যাভিগেশন মেনু

লকডাউনে বাড়িতে বসে চুল কাটবেন যেভাবে


বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কভিড-১৯)। যার ফলে সারা দেশে চলছে অঘোষিত লকডাউন। এমন অবস্থায় ঘর থেকে বের হলেই বিপদ ৷

লকডাউনের পরিস্থিতিতে বাড়িতে নিজের চুল কাটতে গেলে ট্রিমিংয়ের উপর জোর দিন। যদি আপনার লম্বা চুল হয়, তাহলে আপাতত ট্রিম করে নিন। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রফেশনালের সাহায্যে প্রপার কাট করিয়ে নেবেন।

এই পরিস্থিতিতে চুলের প্রপার কাট করতে গেলে মুশকিল। প্রথমত আপনি প্রফেশনাল নন। চুল কাটায় পারদর্শী নন। আপাতত কয়েকটা দিনের জন্য কাজ চালিয়ে নেওয়ার মতো করে চুল কাটবেন। তাই চুলের প্রপার কাটের ভাবনা ভাববেন না।

যদি আপনার ছোট চুল হয়, তাহলে রেজারের সাহায্যে ট্রিম করে নিতে পারেন। মাথার পিছনের দিকে চুল কাটতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে বাড়ির কারো সাহায্য নিন।

কাটার আগে কয়েকটি ভাগে চুল ভাগ করে নিন। এর ফলে সব কয়েকটি ভাগ সমান ভাবে কাটা হয়েছে কিনা, তা বোঝার সুবিধে হবে। কিন্তু সব কয়েকটি ভাগ প্রফেশনালি কাটার কথা ভাবলে মুশকিল। বরং ট্রিম করার দিকে নজর দিন।

সঠিক উপকরণ ব্যবহার করতে হবে। অর্থাৎ যে কাঁচি দিয়ে আপনি কোনও প্যাকেট কাটেন, তা দিয়ে চুল নাও কাটা যেতে পারে। ফলে আপনার বাড়িতে যদি চুল কাটার কাঁচি থাকে, তাহলেই এই রিস্ক নিন।

কিছুদিন আগে বিরাট কোহলি স্বয়ং স্ত্রী অনুষ্কা শর্মাকে ‘হেয়ার ড্রেসারের’ ভূমিকায় রেখে চুল কেটে দেবার ভিডিও আপলোড করেন। কয়েক মিনিটের মধ্যে ভাইরাল এই ভিডিয়োতে বিরাট ও অনুষ্কা জানান, সব বন্ধের এই পরিস্থিতিতে সময় কাটানোর জন্য প্রত্যেকেই এমন ভাবে নিজের মধ্যের সুপ্ত প্রতিভা খুঁজে দেখতে পারেন।

ওআ