ন্যাভিগেশন মেনু

লকডাউন অমান্য, মির্জাগঞ্জে ৬০ হাজার টাকা জরিমানা


পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা সংক্রমণরোধে জারি করা কঠোর বিধিনিষেধ (লকডাউন) অমান্য করার দায়ে গত এক সপ্তাহে ৮২টি মামলায় ৬০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

করোনা ভাইরাসের বিস্তার রোধে চলমান দুই সপ্তাহব্যাপী লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সরকার ঘোষিত বিধিনিষেধ মানাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে।

এছাড়াও উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মাঝে মাঝে সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়। এরপরও যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পড়তে হয়েছে প্রশাসনের জেরার মুখে। কারণ ছাড়াই যারা বের হয়েছেন তাদের মৌখিকভাবে সর্তক করে বাড়ি ফিরিয়ে দেয়া হয়েছে।

১ থেকে ৭ জুলাই পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান। এ সময় তাঁরা অভিযুক্তদের স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করেন।

উপজেলা প্রশাসনের সুত্রে জানা যায়, কঠোর লকডাউন বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিধিনিষেধ অম্যান্য করায় প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) ১৩টি মামলা দায়ের করে ১১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। দ্বিতীয় দিন শুক্রবার (২ জুলাই) ১৩টি মামলায় ১৪ হাজার ৮ শত ৫০ টাকা, তৃতীয় দিন শনিবার (৩ জুলাই) ১১টি মামলায় ১১ হাজার ৬০০ টাকা, চতুর্থ দিন রবিবার (৪ জুলাই) ৬ টি মামলায় ১ হাজার ৬০০ টাকা, পঞ্চম দিন সোমবার (৫ জুলাই) ৬ টি মামলায় ১ হাজার টাকা, ষষ্ঠ দিন সোমবার (৬ জুলাই) ২৪ টি মামলায় ১৫ হাজার ১৫০ টাকা ও সপ্তম দিন মঙ্গলবার (৭ জুলাই) ৯ টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এতে মোট ৮২টি মামলায় ৬০ হাজার ৬০০ টাকা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস জানান, দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে সরকার বেশকিছু বিধিনিষেধ ঘোষণা করেছেন। সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। করোনা বিস্তার রোধে চলমান কঠোর লকডাউনে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

আরএস/সিবি / এস এস