ন্যাভিগেশন মেনু

লকডাউন শেষ হলেও পূর্ব রাজাবাজারে বহাল থাকছে রেডজোন: আতিকুল


রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় ২১ দিনের লকডাউন শেষ হলেও ইয়েলো জোনে পৌঁছানোর মতো অবস্থা সৃষ্টি না হওয়ায় রেডজোন বহাল থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টায় পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউন কার্যকরের বিষয়ে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ তথ্য জানান মেয়র আতিক।

মেয়র বলেন, ‘এটি ছিল আমাদের পরীক্ষামূলক কার্যক্রম। আমরা দেখেছি দীর্ঘদিন কোনো এলাকার মানুষের জীবিকা বন্ধ রেখে জীবন রক্ষা করা কঠিন। তাই জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষা করার স্বার্থে কিছু বিষয় পরিবর্তন আনা দরকার, যা আগামী চতুর্থ সপ্তাহ থেকে বাস্তবায়ন করা যেতে পারে।’

তিনি বলেন, ‘যেহেতু পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউন শেষ হচ্ছে। তাই এলাকায় সামাজিক দূরত্ব মানার স্বার্থে প্রতিটি দোকানের সামনে বেষ্টনীর ব্যবস্থা রেখে ক্রেতা ও বিক্রেতা উভয়কে মাস্ক পরিধান করে কেনাকাটা করতে হবে। ভিড় না করে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রেখে স্থানীয় দোকানপাট খোলা যাবে। ভ্রাম্যমাণ মুদি দোকান চালু না রাখলেই ভালো। মসজিদ-মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। পূর্ব রাজাবাজার এলাকায় পুনঃসংক্রমণরোধে বহিরাগতদের অবাধ প্রবেশ নিরুৎসাহিত করা হবে।’

এমআইআর/ এডিবি